ফরিদপুর সদর উপজেলায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় গোডাউনে থাকা পাটসহ ধান ও গম পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
রোববার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় পাট ব্যবসায়ী ফরিদ শেখের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের শামিম মিয়ার কাঠের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে গোডাউনে থাকা পাট, ধান ও গম পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই ব্যবসায়ীর ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।
পাট ব্যবসায়ী ফরিদ শেখ বলেন, গোডাউনে থাকা পাট, ধান ও গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
Advertisement
এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে প্রথমে বাজারের একটি পাট গোডাউনে আগুন লাগে। সেই আগুন পাশের একটি কাঠের দোকানে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস