জাতীয়

রাজধানী সুপার মার্কেটটিও ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

রাজধানী সুপার মার্কেটটিও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার (৯ এপ্রিল) মার্কেটটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ কথা জানান।

Advertisement

ফায়ার সার্ভিসের ঢাকা সদর জোন-১-এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের ঝুঁকি কম-বেশি সব মার্কেটেই আছে। তবে যেসব মার্কেটে দাহ্যবস্তু রয়েছে সেসব মার্কেটে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। রাজধানী সুপার মার্কেটটিতেও আগুন লাগলে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ১০ মিনিটেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়বে। মার্কেটটিতে ফায়ার এক্সটিংগুইশার (নির্বাপক) ছাড়া আগুন নেভানোর জন্য আর কিছু নেই।

আরও পড়ুন>> ঢাকার গাউছিয়া মার্কেট ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

তিনি বলেন, মার্কেটটির ইলেকট্রিক লাইনের অপরিকল্পিত সংযোগ ঝুঁকি আরও বাড়ি দিয়েছে। তবে পূর্বের অবস্থা থেকে অনেক সরে এসেছে তারা। এরই মধ্যে ২ লাখ লিটার পানি মজুতের ট্যাংক নির্মাণ করেছে বলেও জানান তিনি।

Advertisement

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ঢাকা শহরের অনেক মার্কেট ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঠাঁটারীবাজারের একটা মার্কেট আছে, রাজধানী সুপার মার্কেট, নিউ মার্কেট, চকবাজার মার্কেটসহ অনেক মার্কেট আছে। ঢাকার বেশিরভাগ মার্কেটই আমাদের চোখে ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন>> ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে

এ বিষয়ে রাজধানী সুপার মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব নেওয়ার পর ফায়ার সেফটি নিশ্চিতে বেশকিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে কিছু কাজ এখনও চলমান। নতুন যেসব প্রস্তাবনা ফায়ার সার্ভিস দিয়েছে সেটা দ্রুত বাস্তবায়ন করার কথাও জানায় তারা।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন মার্কেট ও ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করছে ফায়ার সার্ভিস। পরিদর্শন শেষে ঝুঁকি ও করণীয় সম্পর্কেও পরামর্শ দিচ্ছে তারা।

Advertisement

টিটি/ইএ/জেআইএম