পোশাক শ্রমিক নাফিস ইমতিয়াজের (১৮) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় শিল্পী তাসরিফ খান। রোববার (৯ এপ্রিল) দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন তাসরিফ খান নিজেই।
Advertisement
তিনি বলেন, ‘৭ মাসেও সংগ্রহ হয়নি অপারেশনের টাকা, চোখের সামনে পচছে নাফিসের হাত’ শিরোনামের সংবাদটি শুভাকাঙ্ক্ষীরা দৃষ্টি আকর্ষণ করলে তাকে সহযোগিতার সিদ্ধান্ত নেই। আমরা নাফিসের স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দ্রুত তার চিকিৎসার জন্য সহায়তা করা হবে।
নাফিসের বাড়ি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। তার বাবা নেজাম উদ্দিন চা দোকানি। তিনি ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহ গার্মেন্টসে চাকরি করতেন।
নেজাম উদ্দিন জানান, তাসরিফ খান আমার ছেলের চিকিৎসায় সহায়তা করছেন শুনে ভালো লাগছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ। টাকা জোগাড় করতে না পেরে অন্ধকার দেখছিলাম আমরা।
Advertisement
আরও পড়ুন: ৭ মাসেও সংগ্রহ হয়নি অপারেশনের টাকা, চোখের সামনে পচছে নাফিসের হাত
এ বিষয়ে নাফিসের মামা মো. ইউনুছ জানান, তিনি দ্রুত নাফিসের চিকিৎসায় সহায়তা করবেন বলে গণমাধ্যমের মাধ্যমে আশ্বাস দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।
এর আগে ২০২২ সালে ১৪ সেপ্টেম্বর কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার চিটাগাং রোড়ে দুর্ঘটনায় নাফিজের বাম হাতের কনুই বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে। সেখানে তিনি চিকিৎসাধীন থেকে বর্তমানে বাসায় অবস্থান করছেন।
তার অপারেশন ও যন্ত্রাংশ কিনতে দুই লাখ টাকার মতো খরচ হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপারেশন সম্ভব না হলে তার হাতটি ফি। ধারদেনা ও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় গত সাত মাস চিকিৎসা খরচ চালালেও অপারেশনের টাকা জোগাড় করতে পারেনি তার পরিবার।
Advertisement
আরএইচ/জিকেএস