রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক দিনের বেতন দুই লাখ টাকা দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার অধিদপ্তরের পক্ষ থেকে মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের হাতে চেক তুলে দেন।
Advertisement
আরও পড়ুন> বঙ্গবাজারে অগ্নিকাণ্ড/ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা
এ সময় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান এবং অধিদপ্তর কর্তৃক ইফতার আয়োজন বাতিলপূর্বক এ অর্থ দেওয়া হয় ব্যবসায়ীদের।
আরও পড়ুন> বঙ্গবাজারে পোড়া মার্কেটে আজও উঠছে ধোঁয়া
Advertisement
গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় বঙ্গবাজার কমপ্লেক্সে বঙ্গ মার্কেট, গুলিস্তান মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট ও এনেক্সকো টাওয়ার।
আরও পড়ুন> ভোক্তা অধিদপ্তরের একদিনের বেতন দেওয়া হবে বঙ্গবাজারে
এনএইচ/এসএনআর/জেআইএম
Advertisement