বিনোদন

প্রেক্ষাগৃহে ‘মা’ হয়ে আসছেন পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত ও নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত প্রথম সিনেমা ‘মা’। মা দিবস উপলক্ষে ‘মা’ সিনেমাটি ১৯ মে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Advertisement

শনিবার (৮ মার্চ) রাতে এক সংবাদ সম্মেলনে সিনেমার মুক্তির তারিখ ঘোষণাসহ নানা বিষয় জানালেন অরণ্য আনোয়ার।

সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নায়িকা পরীমণিসহ সিনেমাটির সংশ্লিষ্ট সবাই ৷ তিনি জানালেন প্রথমবারের মতো সিনেমায় মা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। সেইসঙ্গে মা চরিত্রে অভিনয় করতে করতে বাস্তবে মা হওয়ার আবেগী গল্পটাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: মুক্তির অনুমতি পেল ‘মা’

Advertisement

পরীর ভাষ্য, ‘এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর ছেলে) আমার পেটে ছিল। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।’

অরণ্য আনোয়ার বলেন, ‘মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। বীনাপানি নামের সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি। তিনি এখানে দারুণ অভিনয় করেছেন। এ সিনেমাটি নতুন পরীমণিকে সবার সামনে নিয়ে আসবে।’

আরও পড়ুন: শুটিং স্পটে অসুস্থ হয়ে হাসপাতালে পরীমনি

এসময় সিনেমার সকল কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে ১৯ মে হলে গিয়ে দর্শককে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান নির্মাতা।

Advertisement

গেল বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।

পরী ছাড়াও মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

এমআই/এমএমএফ/জেআইএম