দেশজুড়ে

টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন

চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত।

Advertisement

জেলায় গত কয়েকদিন ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা আটকে থাকলেও শনিবার (৮ এপ্রিল) তা অতিক্রম করে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

এদিকে, টানা মৃদু তাপপ্রবাহে কাহিল এ অঞ্চলের সব শ্রেণি-পেশার মানুষ। আজও বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত আছে। শনিবার জেলায় সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এটাই ষষ্ঠদিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

Advertisement

এর আগে শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সোমবার ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ টানা ছয়দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হলো।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল বলেন, আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এটা।

তিনি আরও বলেন, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। টানা বৃষ্টিপাত না হওয়ায় দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এমআরআর/এএসএম

Advertisement