সম্প্রতি বেশ কিছু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী সবমেরিন মোতায়েনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সেখানে তাদের নৌবাহিনীর শক্তি বাড়বে। খবর ব্লুমবার্গের।
Advertisement
বাহরাইনে অবস্থিত ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার (৭ এপ্রিল) ইউএসএস ফ্লোরিডা নামের সাবমেরিনটি ভূমধ্যসাগর থেকে সুয়েজ খালে ট্রানজিট শুরু করেছে। এটি ১৫৪টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।
আরও পড়ুন>দ্বিতীয় পারমাণবিক ডুবোড্রোনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
শনিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন পঞ্চম নৌবহরকে সহায়তা করতে সাবমেরিনটি মোতায়েন করা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Advertisement
মার্কিন নৌবাহিনীর বাহরাইনভিত্তিক মুখপাত্র এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। সাবমেরিনটি পারস্য উপ-সাগরে যাবে কি না তাও স্পষ্ট নয়।
আরও পড়ুন>দ্বিতাইওয়ান প্রণালীতে চীনের তিন দিনের সামরিক মহড়া শুরু
গত মাসে সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তার আগে সেখানে ইরানের হামলায় মার্কিন এক ঠিকাদার নিহত হয়।
এমএসএম
Advertisement