সাহিত্য

চৈত্রের প্রথম দিনে

নাই প্রিয়জন বন্ধু-স্বজনযে যার পথে সুদূরে!জগলু বুড়া বড্ড মনমরাবাড়িতে আছে আঁকড়ে!

Advertisement

শূন্যপুরে অলস দুপুরেচার দেয়ালে আবদ্ধ!নিঃশ্বাস-প্রশ্বাসের শব্দে বোঝেজীবনটা হয়নি স্তব্ধ!

ঝিরঝির বাতাস প্রকৃতি উদাসআকাশটা মেঘে ঢাকা!পৃথিবীর সাথে মনটাও মলিনজীবনটা যেন ফাঁকা!

চেয়ারে হেলে পা টেবিলেবারান্দায় বসি আরামে;উদোম গা ছেড়ে চোখ বুঝেএক চিলতে আয়েশী ঘুমে!

Advertisement

পিনপতন নিঃশব্দে শোনেনানান পাখির কলতান!অবাক বিস্ময়ে কান পেতেশোনে কোকিলের গান!

চোখ খুলে মাথা তুলেদেখে ফুলদল হাসে!ভ্রমর-মৌমাছি ওড়ে নাচি নাচিপ্রজাপতি ওড়ে উল্লাসে!

হঠাৎ বৃষ্টি কী মিষ্টিচৈত্রের প্রথম দুপুরে!টিনের চালে নূপুর পায়েশত পরী নাচে আহারে!

গ্রিলের ফাঁকে হাত বাড়িয়েলভে বৃষ্টির পরশ!তনুমন চাঙা মন বাঁধভাঙাবৃষ্টিতে ভিজে সরস!

Advertisement

বাহিরে এসে আকাশে দেখেমেঘমুক্ত অখণ্ড নীল!ভেজা ঘাসে শত সূর্য হাসেপুর্তলিকায় ঝিলমিল!

একাকী তো হয়েছে কীপৃথিবী জীবন তো সুন্দর!সব ভুলে প্রাণ খুলেমেশাতে পারলে অন্তর!

বৃষ্টিস্নাত চৈত্রের দিনেশত স্মৃতির সাক্ষাৎ!মনে শত ভাব জন্মেমরেও যায় তৎক্ষণাৎ!

এসইউ/জেআইএম