জাতীয়

ঈদের অগ্রিম টিকিট: এ যেন অচেনা কমলাপুর স্টেশন

ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। অন্য বছর অগ্রিম টিকিট বিক্রির দুইদিন আগে যেখানে লাইনে দাঁড়িয়ে থাকতো হাজারো মানুষ, এ বছর নেই এমন চিত্র। টিকিটের জন্য নেই হাহাকার, হয়রানি, ঝক্কি-ঝামেলাও। ঈদে বাড়ি ফেরার টিকিট পেতে রাত জাগা কিংবা অফিস থেকে ছুটি নিয়ে দীর্ঘ অপেক্ষার ঝামেলা নেই এবার। প্রথমবারের মতো শতভাগ টিকিট অনলাইনে বিক্রির কারণে কমলাপুর রেলওয়ে স্টেশনে যেন বিরাজ করছে সুনসান নীরবতা।

Advertisement

শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা মেলে এমন চিত্র।

আরও পড়ুন: এখনো আছে ট্রেনের আট হাজার অগ্রিম টিকিট

এবারের ঈদযাত্রায় ট্রেনের শতভাগ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আজ শুক্রবার সকাল ৮টায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় কমলাপুর রেলওয়ে স্টেশন অনেকটাই ফাঁকা। কাউন্টারে কোনো লোক নেই। অধিকাংশ কাউন্টারই বন্ধ।

Advertisement

অনলাইনে বিক্রি হওয়ায় টিকিট বিক্রির শুরুতেই টিকিট কাটতে রেলওয়ের ওয়েবসাইট ভিজিট করেন কয়েক লাখ মানুষ। সবমিলিয়ে ২৫ হাজার ৭৭৮টি টিকিটের বিপরীতে বিক্রির শুরুতে প্রথম মিনিটেই ১২ লাখ মানুষ ওয়েবসাইটে প্রবেশ করেন বলে জানিয়েছে সহজ।

সহজের নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ জাগো নিউজকে বলেন, কাউন্টারে কোনো টিকিট বিক্রি না হওয়ায় ওয়েবসাইটে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে। ওয়েবসাইটে ঢুকতে কোনো সমস্যা হচ্ছে না। সহজে প্রবেশ করতে পারছে মানুষ। ফলে কয়েক সেকেন্ডেই পেয়ে যাচ্ছে টিকিট। যে কারণে টিকিট ছাড়ার কয়েক মিনিটেই তা শেষ হয়েছে। যেসব রুটে চাপ বেশি সেসব রুটের ট্রেনের টিকিট শুরুতেই শেষ হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই শেষ 

দুপুর ৩টার দিকে তিনি বলেন, এখনো প্রায় ৮ হাজার টিকিট অবিক্রিত। এসব টিকিটের অধিকাংশই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের ট্রেনের।

Advertisement

এর আগে সকাল ১০টার দিকে সহজের সিইও সন্দ্বীপ দেবনাথ জাগো নিউজকে বলেন, মকাল ৮টা ১ মিনিটেই এক হাজার টিকিট বিক্রি হয়েছে। ৬ মিনিটে বিক্রি হয় ৮ হাজার অগ্রিম টিকিট। পশ্চিমাঞ্চলের সব ট্রেনের টিকিট বিক্রি শেষ।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় যাত্রীরা ঘরে বসেই টিকিট পাচ্ছেন। এবার মাত্র ৫ মিনিটেই রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে পূর্বাঞ্চলের কিছু টিকিট এখনো আছে।

শুক্রবার বিক্রি হয়েছে ১৭ এপ্রিলের টিকিট। ৮ এপ্রিল বিক্রি করা হবে ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল বিক্রি হবে ২০ এপ্রিলের টিকিট। এছাড়া ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের ঈদযাত্রার অগ্রিম টিকিট।

আরএসএম/কেএসআর/জিকেএস