জাতীয়

এখনো আছে ট্রেনের আট হাজার অগ্রিম টিকিট

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টায় টিকিট বিক্রির শুরুর ৬ মিনিটেই বিক্রি হয়ে যায় আট হাজার টিকিট। আজ বিক্রি হবে ২৫ হাজার ৭৭৮টি অগ্রিম টিকিট। এরমধ্যে দুপুর ৩টা নাগাদ ১৭ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। ফলে আরও প্রায় আট হাজার টিকিট অবিক্রীত রয়েছে। এসব টিকিটের অধিকাংশই ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের। জাগো নিউজকে এসব তথ্য জানান সহজ জেভির নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ।

Advertisement

তিনি জানান, শুরুর প্রথম মিনিটেই বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ওয়েবসাইটে ১২ লাখ মানুষ প্রবেশ করেছে। এখনো আট হাজার টিকিট অবিক্রীত রয়েছে।

আরও পড়ুন: যাত্রার দিন কাউন্টারে মিলবে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট

এর আগে সকাল ১০টা নাগাদ সহজের সিইও সন্দ্বীপ দেবনাথ জাগো নিউজকে বলেন, সকাল ৮টা ১ মিনিটে এক হাজার টিকিট বিক্রি হয়। ৬ মিনিটে বিক্রি হয় আট হাজার টিকিট। পশ্চিমাঞ্চলের সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে চট্টগ্রাম ও সিলেটের কিছু টিকিট রয়েছে।

Advertisement

তিনি বলেন, ওয়েবসাইটে ঢুকতে কোনো সমস্যা হচ্ছে না। সহজে প্রবেশ করতে পারছে মানুষ। ফলে কয়েক সেকেন্ডেই টিকিট পেয়ে যাচ্ছে। এ কারণে টিকিট ছাড়ার কয়েক মিনিটেই শেষ হয়ে যাচ্ছে। যেসব রুটে চাপ বেশি সেসব রুটের ট্রেনের টিকিট শুরুতেই শেষ হয়ে যায়।

আরও পড়ুন: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই শেষ

৮ এপ্রিল দেওয়া হবে ১৮ এপ্রিলের টিকিট। এরপর ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের ঈদযাত্রার অগ্রিম টিকিট।

আরএসএম/জেডএইচ/জিকেএস

Advertisement