সাহিত্য

বৈশাখের তিনটি ছড়া

আলাউদ্দিন হোসেন

Advertisement

আনন্দ মেলা

বৈশাখ আসে বাংলাজুড়েনিয়ে আনন্দ মেলাবৈশাখ আসে ছড়িয়ে দিতেউল্লাস সারাবেলা।

বৈশাখ আসে কৃষ্ণচূড়ায়নিয়ে হাসিমুখবৈশাখ আসে বিলিয়ে দিতেনব আনন্দ সুখ।

Advertisement

বৈশাখ আসে ধুয়েমুছে পুরাতনকে ভুলেবৈশাখ আসে মেলা নিয়ে রমনা বটমূলে।

****

বৈশাখ মাস

বৈশাখে হয় মাত্রা ছাড়াবেপরোয়া ঝড়গাছপালা উপড়ে ফেলেভেঙে ফেলে ঘর।

Advertisement

সন্ধ্যা হলে খেলা করেকালো মেঘের দলবাতাস এসে দেয় বাড়িয়েঝড়ের গতিবল।

হঠাৎ করে ভেসে আসেকালো মেঘের সুরএক নিমিষেই ছড়িয়ে পড়েদূর থেকে বহুদূর।

****

কৃষ্ণচূড়ার ঢং

গাছে গাছে কৃষ্ণচূড়াহাসে সারাবেলাবৈশাখ হাওয়া উড়ে উড়েভাসায় রঙিন ভেলা।

কৃষ্ণচূড়া আগুনঝরাছড়ায় নানা রংইচ্ছেমতো যখন তখনকরে নানা ঢং।

রং মাখা ঢং দেখেনাচে শিশু-কিশোরবাংলাজুড়ে কৃষ্ণচূড়াবসায় রঙের আসর।

এসইউ/জিকেএস