জোকস

আজকের রসালাপ: ব্যাঙের টাকার গরম

রাজার পাইক পেয়াদা হাতি নিয়ে প্রতিদিন শিকারে যেতো। রাস্তায় গাছের ডালের কোঠরে থাকতো এক ব্যাঙ। হাতি যাওয়ার সময় সেই ব্যাঙ প্রতিদিন কোঠর থেকে বাহির হয়ে হাতির কপালে লাথি মেরে আবার কোঠরে চলে যেতো।

Advertisement

বিষয়টি রাজার নিকট জানানোর পর রাজা আদেশ দিলেন ব্যাঙ যে কোঠরে থাকে সেখানে ব্যাঙ ছাড়া অন্য কিছু আছে কি না দেখে জানাতে।

সেখানে দেখে এসে পাইক পেয়াদারা রাজাকে জানায়, জাহাপনা গাছের কোঠরে ১ টি পয়সা আছে। তখন রাজা আদেশ দিলেন কোঠর হতে পয়সাটি সরিয়ে নিতে।

পরদিন যখন শিকারে গেল ব্যাঙ আর বাহির হয় না হাতির কপালে লাথিও মারে না।

Advertisement

শিক্ষনীয় বিষয়: টাকার গরমে মানুষ অনেক কিছু করে পরিণাম ভালো হয় না।

লেখা: সাইফুল হকছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

কেএসকে/এমএস

Advertisement