খেলাধুলা

ফাইনালে ভারতকে তামিমের হুঁশিয়ারি

এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ নিয়ে দেশজুড়ে টাইগার ভক্তদের মাঝে চলছে চরম উন্মাদনা। ট্রফি জয়ের স্বপ্ন ঘিরে সেই উন্মাদনায় পারদ ঢালছেন দলের খেলোয়াড়রাও।বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ভারতের সঙ্গে এশিয়া কাপের ফাইনাল নিয়ে রীতিমতো হুঁশিয়ারিই দিলেন। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে তামিম বলেন, ভয়ংকর ভারতকে মোকাবেলা করতে তিনি যথেষ্ঠ প্রস্তুত রয়েছেন। রোববার তার দলই ট্রফি জিতবে বলে আশাবাদী তিনি। ২০০৭ সালে পোর্ট অব স্পেনে বিশ্বকাপ আসরে ভারতের সঙ্গে দুর্দান্ত ব্যাটিংকে স্মরণ করেন তামিম। ওই ম্যাচে জহির খানের বলে ছক্কা মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন এই ওপেনার। তামিম বলেন, ওই ম্যাচ আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু আপনারা আমাকে সবসময় স্মরণ করে দেন। হ্যাঁ, ভারতের বিরুদ্ধে আমাদের স্মরণীয় কয়েকটি ম্যাচ আছে। আমি বিশ্বাস করি, আমরা যদি আমাদের সম্ভাব্য খেলাটা খেলতে পারি, তাহলে ভারতকে হারানোর সব সুযোগই আছে। গত বছর আমরা ৫০ ওভারের ফরম্যাটে ভারতকে হারিয়েছি তবে টি-টোয়েন্টিতে ওই জয়কে স্মরণ করার কোনো কারণ নেই। দুর্দান্ত ফর্মে থাকা ভারতের নতুন ফার্স্ট বোলার জ্যাস্প্রিট বুমরাহকে মোকাবেলা করাও বাংলাদেশ দলের জন্য কঠিন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বাঁ হাতি এই মারকুটে ওপেনার। তামিম বলেন, বুমরাহকে নিয়ে আমরা দলের মিটিংয়ে আলোচনা করেছি। আমরা তার বোলিংয়ের ফুটেজ দেখেছি। এছাড়া তার জন্য আমি হোম ওয়ার্ক করেছি, দেখা যাক কেমন হয়।তামিম আরো বলেন, শুধু বুমরাহ নন, ভারতের প্রত্যেক খেলোয়াড়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সামর্থ্যের ওপর জোর দেবো। যদি ভালো বল পাই, তাহলে যথোপযুক্ত সম্মান দেখাবো, কিন্তু যদি খারাপ বল পাই তাহলে যথাযথ শাস্তি দেবো।পাকিস্তান সুপার লিগে খেলার কারণে বাংলাদেশি এই ওপেনারের আত্মবিশ্বাস বাড়লেও তা ফাইনালের জন্য চালকের আসনে নাও নিতে পারে বলে বিশ্বাস করেন তামিম। এছাড়া টি-টোয়েন্টি দুই ওভারের খেলা বলেও বিশ্বাস তামিমের। তিনি বলেন, দুই ওভারের খেলাই বড় ধরনের পার্থক্য তৈরি করে দিতে পারে। এসআইএস/এমআর/আরআইপি

Advertisement