শেরপুরের শ্রীবরদীতে জসিম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার হাঁসধরা গ্রামের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
Advertisement
শিশু জসিম ওই এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে। সে হাঁসধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মা জবেদা বেগম জসিমকে বাজার থেকে একটি পান এনে দিতে বলেন। জসিম তার বড় ভাই রুবেল মিয়ার ভ্যান নিয়ে হাঁসধরা গ্রামের বাজারে যায়। এসময় বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ তাকে ফুসলিয়ে হাঁসধরা গ্রামের একটি ধানক্ষেতে নিয়ে ভ্যানটি ছিনিয়ে নেন। পরে মাসুদ রাতেই ভ্যানটি বিক্রি করতে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারে যান। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা মাসুদকে আটক করে ভ্যানসহ শ্রীবরদী থানাপুলিশে সোপর্দ করেন।
Advertisement
এদিকে দীর্ঘসময় পরও শিশু জসিম বাজার থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ইমরান হাসান রাব্বী/এসআর/জিকেএস