শারীরিক অসুস্থতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী মারা গেছেন। তার নাম হেলাল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
Advertisement
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইফতারের ঠিক আগ মুহূর্তে মারা যান হেলাল হোসেন।
তার গ্রামের বাড়ি মৌলভীবাজার। বাবার নাম মুহাম্মদ আব্দুস সালাম। মা সুফিনা বেগম।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও রেজিস্ট্রার এতথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন একবার জ্ঞান হারান হেলাল হোসেন। এরপর জ্ঞান ফিরলে পরীক্ষা শেষ করে তার আবাসস্থল বঙ্গবন্ধু হলে যায়। এরপর আবার অসুস্থ হলে তাকে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইফতারের ঠিক আগ মুহূর্তে মারা যান হেলাল।
রাত ৮টায় তার মরদেহ ক্যাম্পাসে আনা হয়। রাতেই লাশবাহী গাড়িতে করে মৌলভীবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
এসআর/জিকেএস
Advertisement