রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে আংশিক ক্ষতি হওয়া বঙ্গ হোমিও কমপ্লেক্স ও বঙ্গ ইসলামীয়া মার্কেট আগামী শনিবারের মধ্যে খুলতে কাজ শুরু করেছেন ব্যবসায়ীরা। এসব ভবনে এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এরই মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত জিনিসপত্র সরানো, পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ ও দেওয়ালে রঙের কাজ শুরু হয়েছে।
Advertisement
ব্যবসায়ীরা বলছেন, এই দুইদিনের মধ্যে মার্কেটের সামনে পোড়া কাপড়ের স্তূপ সরানো হবে। মার্কেট খোলার ব্যাপারে দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে।
আরও পড়ুন: তালিকায় নাম লেখাতে ক্ষতিগ্রস্তদের উপচেপড়া ভিড়
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বঙ্গবাজার ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র চোখে পড়ে।
Advertisement
আংশিক ক্ষতিগ্রস্ত মার্কেট চালু করতে চলছে সংস্কারকাজ/ ছবি- জাগো নিউজ
বঙ্গ হোমিও মার্কেটের নিচতলায় দুটি দোকান ছিল মোহাম্মদ শফিকের। তার দোকানে চলছে শাটার পরিবর্তন ও দেওয়ালে রং করার কাজ।
জাগো নিউজকে শফিক বলেন, এই মার্কেটে ২-৩টি দোকান পুড়েছে। আগুনের তাপে অনেক দোকানের শাটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসি নষ্ট হয়েছে। এগুলো ঠিক করা হলে মার্কেট চালু হবে। আশা করছি আগামী শনিবারের মধ্যে আমরা মার্কেট খুলতে পারবো। সেই অনুযায়ী কাজ চলছে।
আরও পড়ুন: আত্মীয়-স্বজনের ইফতারি-খাওন দিয়া কয়দিন চলুম
Advertisement
ইউনুস নামের আরেক ব্যবসায়ী জানান, অগ্নিকাণ্ডে বঙ্গ ইসলামীয়া মার্কেটে ২০-৩০টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কেটের সামনের ফুটপাতে প্রচুর নষ্ট কাপড় পড়ে আছে। সেগুলো কাল-পরশুর মধ্যে পরিষ্কার করা হবে। মার্কেট খোলার বিষয়ে এরই মধ্যে সিটি করপোরেশনের সঙ্গে কথা হয়েছে ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা বলছেন, সিটি করপোরেশনের অনুমতি সাপেক্ষে আগামী শনিবার অথবা রোববারের মধ্যে এসব মার্কেট খুলতে চান তারা। ঈদ সামনে রেখে দ্রুত মার্কেট খোলা গেলে অগ্নিকাণ্ডের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন তারা।
এসএম/কেএসআর/জিকেএস