সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ইফতার ও দোয়া মাহফিলে বিএনপিপন্থি আইনজীবীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
Advertisement
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সম্পাদক প্রার্থীর নেতৃত্বে এ হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর ও দক্ষিণ হলে আয়োজিত এ ইফতার মাহফিলে টেবিল ও চেয়ার ভাঙচুর করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
আরও পড়ুন>> সুপ্রিম কোর্ট বারে পাল্টাপাল্টি ইফতার পার্টি নিয়ে উত্তেজনা
Advertisement
এদিকে একই স্থানে সুপ্রিম কোর্ট বার ও সাধারণ আইনজীবীর ব্যানারে অ্যাডহক কমিটির পক্ষ থেকেও ইফতার মাহফিলের ডাক দেয়। সেখানে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে দুপুর থেকেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আবদুন নূর দুলাল সংবলিত ইফতার পার্টির আহ্বানে লেখা ব্যানার ছিঁড়ে ফেলে আদালত প্রাঙ্গণে কালো পতাকা মিছিল করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা।
অপরদিকে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরাও সুপ্রিম কোর্ট বার ভবনের সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে পাল্টা বিক্ষোভ করেন।
এফএইচ/ইএ/জেআইএম
Advertisement