আন্তর্জাতিক

রমজানে কলকাতায় আতরের চাহিদা দ্বিগুণ

পশ্চিমবঙ্গ প্রতিনিধি

Advertisement

রমজান উপলক্ষে কলকাতায় আতরের বাজার জমজমাট হয়ে উঠছে। প্রতিদিন রাজা বাজার, নিউমার্কেট, জাকারিয়া স্ট্রিটসহ বেশ কয়েকটি এলাকায় প্রবেশ করলেই বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি আতরের খুশবু পাওয়া যায়।

জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদ সংলগ্ন এলাকায় সারিবদ্ধভাবে রয়েছে আতরের দোকান। সেখানে দেশ-বিদেশের বিভিন্ন ধরনের আতর পাওয়া যায়।

তুরস্ক, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের বাহারি ধরনের আতর মেলে সেখানে। খুশবুতে যার জুরি মেলা ভার।

Advertisement

নাখোদা মসজিদ সংলগ্ন এলাকার আতর বিক্রেতা মোহাম্মদ সেলিম জানান, মুসলিমদের অতি পরিচিত গরিব নওয়াজ পারফিউমারি ও আরহাম মক্কা পারফিউম এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন অনেকে। তবে বেশি সংখ্যক মানুষ পাইকারি কিনতে আসেন।

পশ্চিমবঙ্গের কুচবিহার, উওর দিনাজপুর থেকেও ব্যবসায়ীরা এসে এই আতর কেনাকাটা করে নিয়ে যান।

অন্য এক আতরের দোকানের মালিক শফিক আলম বলেন, শুধু দিনাজপুর বা কোচবিহার নয়, আমাদের আতর যায় আসামেও।

উওর দিনাজপুরের ব্যবসায়ী জাকির গাজী বলেন, আমার এলাকায় তো এই আতরের বাধা ধরা ক্রেতা রয়েছে। রমজান মাসে আতরের চাহিদাটা একটু বেশি থাকে।

Advertisement

এমএসএম