বিনোদন

প্রতীক হাসানের নতুন গান

সংগীতশিল্পী প্রতীক হাসান। এবার তিনি নতুন গানে কন্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘বেঈমান পাখি’। গানটি লিখেছেন গীতিকবি এনআই বুলবুল। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত কর।

Advertisement

গানটি প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, গানটির কথা ও সুরে বেশ মেলোডি আছে। শ্রোতারা আমার কাছে যে ধরনের গানের প্রত্যাশা করেন এটাতে সেটি পাবেন। ঈদ উপলক্ষে শ্রোতারা গানটি পাবেন বলে আশা করছি।’

আরও পড়ুন: শফিক তুহিনের নতুন গান

গীতিকবি এনআই বুলবুল বলেন, প্রতিক ভাইয়ের কন্ঠে গানটির কথা ও সুর দারুণভাবে ফুটে ওঠেছে। অমিত কর দাদা তাকে ভেবেই গানটির সুর করেছেন। যারা মেলোডি ও বিরহ ব্যাথার গান শোনেন তাদের কাছে এটি ভালো লাগবে।’

Advertisement

জানা গেছে, ‘বেঈমান পাখি’ গানটি প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশ হবে।

প্রসঙ্গত, এর আগে এন আই বুলবুলের কথায় প্রতিক হাসান ‘প্রানের রঙ্গিলা’ শিরোনামের আরো একটি গানে কণ্ঠ দেন। সম্প্রতি গানটি একটি নাটকে পাওয়া গেছে।

এমআই/এএসএম

Advertisement