দেশজুড়ে

অপাত্রে ভোট দিলে আল্লাহর কাছে দায়ী থাকবেন: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ভোট একটি আমানত। এ আমানত যিনি অপাত্রে দেবেন তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন।

Advertisement

বুধবার (৫ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন এলেই একটি মহল সাম্প্রদায়িক বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চান। তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করেছেন, গ্রেনেড হামলা করেছেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।

Advertisement

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম