বিনোদন

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জায়েদ খান

অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবসময়ই এগিয়ে আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান।

Advertisement

এবার বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার কথা জানালেন তিনি। আজ (৫ এপ্রিল) ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বঙ্গবাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে যাচ্ছি আমি। আপনার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে পাশে থাকুন। এবারের আমাদের ঈদের খরচ বাঁচিয়ে না হয় এইসব সর্বস্বহারা মানুষগুলোর সাথে ঈদ উদযাপন করি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

এরই মধ্যে বিদ্যানন্দের মাধ্যমে জনপ্রিয় শিল্পী তাহসান খান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব পরিবারের পাশে থাকার উদ্যোগের কথা জানিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

এমআই/এমএমএফ/এএসএম