অর্থনীতি

ঈদের কেনাকাটায় ব্যাংক কার্ডে ছাড়ের হিড়িক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কার্ডধারীদের জন্য নির্দিষ্ট কেনাকাটায় ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা দিচ্ছে বিভিন্ন ব্যাংক। এবারের ঈদে পোশাক ও প্রসাধনী ছাড়াও আকাশপথে ভ্রমণে রয়েছে ছাড়। কার্ডধারীরা ছাড় পাবেন রেস্তোরাঁয় ইফতার ও সেহরিতেও। ব্যাংকের কার্ডের মতোই মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোও দিচ্ছে ক্যাশব্যাকসহ নানা অফার। ছাড়ের পাশাপাশি রয়েছে উপহারসামগ্রীর ব্যবস্থা।

Advertisement

ঈদ মানেই কেনাকাটার ধুম। পকেট কিংবা ব্যাগভর্তি টাকা নিয়ে মার্কেট-শপিংমলে আনাগোনা। তবে ঈদ বাজারে নগদ টাকা সঙ্গে নিয়ে আপনাকে শপিং মলে যেতে হবে না। এজন্য আপনার কাছে ব্যাংকের কার্ড থাকলেই হবে। যেসব ব্যাংকের কার্ডের মাধ্যমে কেনাকাটায় ছাড় রয়েছে নিচে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

ইউসিবি: অন্যান্যবারের মতো এবারও ঈদের কেনাকাটায় বিশেষ অফার পাবেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডাররা। পুরো রমজান মাসজুড়ে তাদের অফার থাকছে। স্বপ্ন, আগোরা, মীনা বাজার, চালডাল ডটকম, ডেইলি শপিংসহ বিভিন্ন সুপারসপে ২০০ টাকার কেনাকাটায় ১০ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। আড়ংয়ের আউটলেটে ২৫ শতাংশ, এপেক্স, আর্টিসান, ইয়েলো, বাটা, টাইম জোনে ১৫ শতাংশ মূল্যছাড় রয়েছে। ইফতার ও ডিনারে ওয়েস্টিন, শেরাটন ঢাকা, রেডিসন ব্লু, লা মেরিডিয়ান, আমারি ঢাকাসহ নামিদামি সব হোটেলেই এ অফার রয়েছে বলে জানা গেছে ব্যাংকটির কার্ড ডিভিশন থেকে।

এনআরবিসি: এনআরবিসি ভিসা কার্ডের মাধ্যমে দেশজুড়ে যে কোনো আড়ং আউটলেটে কেনাকাটায় ১০ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। এনআরবিসি ভিসা ক্রেডিট কার্ডে হোটেল ইন্টার কন্টিনেন্টাল, ওয়েস্টিন, শেরাটন ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে বাই ওয়ান গেট থ্রি পর্যন্ত ফ্রি সুবিধা। ভিসা ক্রেডিট কার্ডে ৫০০ এর বেশি মার্চেন্টের বিনা সুদে ৩৬ মাসের কিস্তিতে পণ্য কেনার সুযোগ। এছাড়াও বিভিন্ন অনলাইনে কেনাকাটায় শতাধিক ই-কমার্স সাইটে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। ব্যাংকটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে জানান, গ্রাহকের কথা মাথায় রেখে অন্যান্য বছরের মতো এবারও ঈদ ও রমজান উপলক্ষে এসব ছাড় নিয়ে আসা হয়েছে।

Advertisement

ব্র্যাক ব্যাংক: পুরো রমজান মাসজুড়েই ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে নানা অফার। কার্ড হোল্ডারা রমজানে বিভিন্ন তারকা হোটেলে ইফতার-ডিনার ও সেহরিতে একটি কিনলে চারটি ফ্রি পর্যন্ত বুফে অফার পাচ্ছেন। বড় বড় শহরের ১১৯টি হোটেল ও রেস্টুরেন্টে ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন। ব্যাংকটির কার্ডে ২০৩টি লাইফস্টাইল পার্টনার শপে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগের সুযোগ রয়েছে। ৩৫টি বিখ্যাত গয়নার দোকানে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহক।

ই-কমার্স কেনাকাটায় ঈদের দিন পর্যন্ত আড়ং, এপেক্স, সেইলর, পরিবহন ডটকম, সোহাগ পরিবহনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে। তাছাড়া ২৫ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে ৪৪টি ই-কমার্স মার্চেন্টে। মোমো ইন, লং বিচ হোটেল, ওশেন প্যারাডাইস, নাজিমগড় রিসোর্টস, বিসিডিএম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, শেয়ারট্রিপসহ ৮৯টি ট্রাভেল ও এয়ারলাইন্স পার্টনারদের সঙ্গে ৭০ শতাংশ ছাড় থাকছে গ্রাহকের জন্য।

সিটি ব্যাংক: আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড দিয়ে তারকা রেস্তোরাঁয় ইফতার ও ডিনারে মিলছে বাই ওয়ান গেট ওয়ান অফার। একজনের সঙ্গে আরও একজন বিনা মূল্যে খাওয়ার সুযোগ থাকছে। ঈদ কেনাকাটায় কার্ডধারীরা ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।

প্রাইম ব্যাংক: ব্যাংটির ভিসা ও মাস্টার কার্ডধারীদের কেনাকাটায় বিশেষ ছাড় রয়েছে। কেনাকাটায় ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি ইফতার ও ডিনারে বাই ওয়ান গেট থ্রি অফার রয়েছে। ক্রেডিট কার্ডে পণ্য অর্ডারে মূল্যছাড় রয়েছে ১৬ শতাংশ পর্যন্ত।

Advertisement

এসবিএসি ব্যাংক: ব্যাংকটির কার্ড হোল্ডাররা সারা, ফার্স্ট লেডি বেনারশি, কিডস ড্রিমসহ ২৭টি লাইফস্টাইলে বিশেষ অফার পাচ্ছেন। এসব আইটলেট থেকে ৭ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় রয়েছে গ্রাহকের জন্য।

ব্যাংকগুলোর পাশাপাশি মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও নিয়ে এসেছে নানা অফার। মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ ক্যাশব্যাকসহ নানা অফার নিয়ে এসেছে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত অফারগুলো নিতে পারবেন গ্রাহক। ফেসবুক শপে বিকাশ পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক এবং অনলাইন শপে সর্বোচ্চ ৩০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে গ্রাহকের জন্য। পছন্দের কেনাকাটায় ডিসকাউন্ট কুপনসহ এক্সেসরিজ, জুতা ও পোশাক কেনায় থাকছে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

এবারের ঈদে বিএমডব্লিউ গাড়ি জেতার মেগা অফার নিয়ে এসেছে ‘নগদ’। ঈদ কেনাকাটায় নগদ পেমেন্টে গ্রাহক পেতে পারেন কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি, টয়োটা গাড়ি, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টফোন, স্মার্টওয়াচ ও হেডফোনসহ শত শত পুরস্কার। আবার ‘নগদে’ নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটায় রয়েছে গিফটের সুযোগ।

ইএআর/এমকেআর/জেআইএম