খেলাধুলা

এবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড

প্রথম ম্যাচটা ছিল বেশ শ্বাসরূদ্ধকর। নির্ধারিত ২০ ওভারের খেলায় কেউ জিততে পারেনি। শেষে সুপারওভারে গিয়ে জয় পেয়েছিলো শ্রীলঙ্কা। তবে, দ্বিতীয় ম্যাচে এসে আর নিউজিল্যান্ডকে ভুগতে হয়নি। সফরকারী শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক কিউইরা।

Advertisement

ডানেডিনের ইউনিভার্সিটে ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৪১ রান তুলেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩৫ রান করেন কুশল পেরেরা। ১৯ বলে ২৪ রান করেন চারিথ আশালঙ্কা।

কিউই বোলার অ্যাডাম মিলনের তোপেই মূলত শেষ হয়ে যায় সফরকারীরা। মিলনে ২৬ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। এছাড়া ২ উইকেট নেন বেন লিস্টার, ১টি করে উইকেট নেন হেনরি শিপলে, রাচিন রবিন্দ্র এবং জেমস নিশাম।

জবাব দিতে নেমে টিম সেইফার্ট বলতে গেলে একাই ম্যাচ শেষ করে দেন। ১৫ বলে ৩১ রান করে আউট হন ওপেনার চাদ বোয়েজ। ৩০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন টম ল্যাথাম। টিম সেইফার্ট ৪৩ বলে রীতিমত ঝড় বইয়ে দেন। তিনি খেলেন অপরাজিত ৭৯ রানের ইনিংস। ৩টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৬টি ছক্কার মার।

Advertisement

তিন ম্যাচের সিরিজ এখন সমতা বিরাজ করছে ১-১ এ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল, কুইন্সটাউনে।

আইএইচএস/