খেলাধুলা

চাপ মুক্ত থাকার লড়াই টাইগারদের

দ্বিতীয় বারের মত এশিয়া কাপের ফাইনাল খেলছে বাংলাদেশ। অপরদিকে ভারত এ নিয়ে আসরের ১৩ বারে নয় বারের  মত ফাইনাল খেলছে। এছাড়াও আর অনেক টুর্নামেন্টের ফাইনাল খেলেছে তারা। তাই স্বাভাবিকভাবে ফাইনালের লড়াইয়ে চাপে থাকবে বাংলাদেশ। তাই মাঠে নামার আগে বাংলাদেশের সামনে থাকছে আরেক লড়াই। আর তা হচ্ছে চাপমুক্ত থাকার লড়াই।শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই ধরণের টুর্নামেন্টে আমাদের ফাইনাল খেলা খুব বিরল। এইরকম পরিস্থিতিতে অনেক সময় ঘাবড়ে যাবার একটা সুযোগ থাকে। মাথা কাজ না করা বা এই পরিস্থিতিতে পড়লে কি করতে হবে এই ভেবে ভুল সিদ্ধান্ত নেওয়া। তবে আমি মনে করি, এই ধরণের ফাইনাল তারাই জেতে যারা সিদ্ধান্ত নিতে ভুল করে না। সিদ্ধান্ত মানে প্রয়োজনের সময় আগ্রাসী সিদ্ধান্ত নিতে কখনো সংশয়ে ভোগে না। আমরা চেষ্টা করব যেভাবে খেলেছি, সেভাবেই স্বাধীন থেকে খেলতে। এত বড় ম্যাচ খেলার অভ্যাস যেহেতু খুব বেশি নেই, আমরা চেষ্টা করছি চাপটা থেকে যেন যতটা মু্ক্ত থাকা যায়।’চাপ মুক্ত থাকার জন্য সেরা ক্রিকেট খেলা ছাড়া কিছুই ভাবছেন না অধিনায়ক। ফাইনালের কথা ভাবে বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করছে পুরো দল। এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের উচিত শুধু ম্যাচ নিয়েই ভাবা। আমরা সেটাই চাচ্ছি এবং করছি। ছেলেরা যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছে। টুর্নামেন্টের শুরুতে একটা কথা আমি বলেছি যে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন দল হিসেবে ছিলাম না। আমরা চেয়েছিলাম যে, এশিয়া কাপের আগে যেভাবে খেলছিলাম, সেটায় যেন উন্নতি করতে পারি।’উল্লেখ্য, রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আরটি/এমআর/এবিএস

Advertisement