দেশজুড়ে

সীমান্তে ১১ কোটি টাকার সোনার বারসহ আটক ৩

যশোরের শার্শা উপজেলায় সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

Advertisement

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক এলাকা থেকে সোনার বারসহ তাদের আটক করা হয়।

আটক তিন পাচারকারী হলেন- নড়াইলের লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), একই থানার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।

বিজিবি জানায়, কায়বা সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক সোনার বার ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন পাচারকারীকে থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। বিজিবি ধাওয়া করে তাদের আটক করে। মোটরসাইকেল বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশির কৌশলে লুকিয়ে রাখা ৬১টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।

Advertisement

খুলনা ২১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জাগো নিউজকে বলেন, আটক তিন পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনার বার ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

মো. জামাল হোসেন/এসজে/এমএস