আন্তর্জাতিক

পাকিস্তানে এক ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার রুপি

সংকট যেনো পিছু ছাড়ছে না পাকিস্তানের। দেশটিতে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। পণ্যের পর এবার সোনার ক্ষেত্রেও একই চিত্র সামনে এসেছে। দেশটিতে এক ভরি (১১. ৬৬ গ্রাম) সোনার দাম এখন দুই লাখ ১৪ হাজার ৫০০ পাকিস্তানি রুপি, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। মূলত ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ব্যাপক পতনের পর সেখানে সোনার দাম বেড়েছে। খবর জিও নিউজের।

Advertisement

অল-পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (এপিএসজিজেএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেটের প্রতি ভরি সোনায় পাঁচ হাজার রুপি বেড়ে দুই লাখ ১৪ হাজার ৫০০ রুপিতে দাঁড়িয়েছে। অন্যান্য ক্যারেটের ক্ষেত্রেও একই বৃদ্ধি দেখা গেছে।

আরও পড়ুন>ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির বড় পতন

মঙ্গলবার (৪ এপ্রিল) ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড পতন হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফান্ড পেতে দেশটি যখন হিমশিম খাচ্ছে তখন মুদ্রাটির এমন পতন হয়। এর পরেই মূলত সোনার দাম বাড়ে।

Advertisement

এদিন আন্তঃব্যাংক বাণিজ্যে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রাটির মান দাঁড়ায় ২৮৭ দশমিক ২৯ রুপিতে। আগের দিন সোমবার এক ডলার সমান ছিল ২৮৫ দশকি শূন্য চার রুপি।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে ২ মার্চ রুপির মান রেকর্ড পতন হয়। ওই দিন ডলারের বিপরীতে রুপির মান ছিল ২৮৫ দশমিক শূন্য দশমিক নয়।

অন্যদিকে দেশটিতে পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির। বার্ষিকভিত্তিতে চলতি বছরের মার্চ মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩৫ দশমিক ৩৭ শতাংশ হয়েছে।

বিনিয়োগ কোম্পানি আরিফ হাবিব করপোরেশনের তথ্য অনুযায়ী, মার্চে পাকিস্তানে মূল্যস্ফীতির যে হার পাওয়া গেছে, তা ১৯৬৫ সালের জুনের পর সর্বোচ্চ।

Advertisement

এমএসএম