জাতীয়

‘সুষ্ঠু তদন্ত ও গাফিলতির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে’

সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে। যাদের গাফিলতির কারণে অগ্নিকাণ্ড হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

Advertisement

তিনি বলেন, ‘আমরা প্রায়ই দেখি, এ ধরনের ঘটনায় তদন্ত হয়। প্রতিবেদনও জমা হয়। তবে প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয় না। আমরা মনে করি, সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও যাদের গাফিলতিতে এমন অগ্নিকাণ্ড হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে।’

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এসময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা ও অন্য কর্মকর্তারা।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, এখানে প্রায় দুই থেকে তিন হাজার দোকান, সব পুড়ে গেছে। ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানাই।

Advertisement

এসএম/এএএইচ/এমএস