খেলাধুলা

ফাইনালের টিকিট বিক্রি শুরু

সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি। মিরপুরের ইউসি ব্যাংকের শাখা থেকে নগদ টাকা দিয়ে টিকিট কিনতে পারবেন দর্শকরা। টিকিটের জন্য ৩৬ ঘণ্টা আগে থেকে লাইনে দাঁড়িয়েছিল সারা দেশ থেকে আসা ক্রিকেট সমর্থকরা। কিন্তু সকাল ১০টায় টিকিট বিক্রি শুরু না হওয়ায় এ নিয়ে অনাকংখিত ঘটনাও ঘটে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর। আহতও হয়েছে বেশ কিছু ক্রিকেট দর্শক এবং পুলিশ। শেষ পর্যন্ত নানান নাটকের পর বিক্রি শুরু হয়েছে এশিয়া কাপ ফাইনালের টিকিট। বিকাল ৪টা থেকে মিরপুরের ইউসিবি ব্যাংকের শাখা থেকে বিক্রি শুরু করা হয় টিকিট। তবে কয়টা পর্যন্ত, কত পরিমাণ টিকিট বিক্রি করা হবে তা জানা যায়নি। আইএইচএস/এবিএস

Advertisement