সাহিত্য

ফেরদৌস জান্নাতুলের ছয়টি কবিতা

প্রশ্ন

Advertisement

আহা! বাঁকা পথ কিসে এত অহম তোমার যেখানে নেই আমার পদচিহ্ন

****

আহত উঁই

Advertisement

একদিন মৃত্যু এসেছিল স্বপ্নেঅসুন্দরের অন্ধকারে বিরোধ করেছিল নিঃশ্বাস আর পুনঃপুন ক্ষত গুমরে মরেছিল অন্তরালেশূন্য সৌন্দর্যের গা বেয়ে গড়ে ওঠে ক্লান্তির স্তূপধীরে ধীরে স্বপ্নের ভেন্যুতে জমা হয় আহত আশাগুলো অথচ নিঃসঙ্গেরা বিরামহীন রাত জেগে গড়ে তুললো মৃত্যুর ফ্রেম

****

জানালা

এক টুকরো আকাশ খেয়ে পেট ভরে নাতাই ছাদ কেটে আকাশের পথ খুলে দিলাম।

Advertisement

****

হেমলক

মনের ভেতর ঘন বনদুর্বা আঁকা বাঁকা পথসুনসান নীরবতা- বনের ভেতর ঘন পল্লব পাখিদের উদ্যত গ্রীবায় চাষ হয় হেমলক।

****

ভ্রূণ

তারা অর উড়লো না প্রচণ্ড বিস্ফোরণে ছিটকে পড়লো পৃষ্ঠের পাদদেশেবাতাসে নিবৃত হলে ক্ষুধাপৃষ্ঠদেশ প্রাণ পেলো আমার মতো অবাধ্য ভ্রূণ যারা মিছিলেই গুলি খেলো পড়লো এবং উঠে দাঁড়ালো

****

ঘুঘু

ঘুঘু পুষে রাখি রাতের জঠরেবোবা বিক্ষোভের গাঢ় অন্ধকারে মৃত্যুর খবর শুনবো বলে।

এসইউ/জিকেএস