রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুনের ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে র্যাবের ঢাকার সবগুলো ব্যাটালিয়ন। তাদের সঙ্গে রয়েছে নারায়ণগঞ্জ থেকে আসা ১৮টি টহল দল। এছাড়া সাদা পোশাকে ৬টি কাজ করছে।
Advertisement
তারা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এছাড়া ট্রাফিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।
রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগেছে মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সবগুলো বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট সেখানে কাজ করছে। তাদের সহায়তায় একে একে ঘটনাস্থলে আসেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি ও র্যব সদস্যরা।
টিটি/এমএইচআর/জেআইএম
Advertisement