রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যানজট ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী এলাকায়। বন্ধ হয়ে গেছে বঙ্গবাজার-গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষাভবন অভিমুখী সড়ক। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী মানুষ।
Advertisement
মঙ্গলবার(৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজার ও পার্শ্ববর্তী এলাকায় এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ফুলবাড়িয়া এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারে উৎসবমুখর মানুষের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। যানজট ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী হাইকোর্ট মোড়, মৎস্যভবন, পল্টন, গুলিস্তান মোড় পর্যন্ত। এসব রুটে চলাচলকারী ঠিকানা পরিবহন, মৌমিতা পরিবহনসহ একাধিক পরিবহন রুট পরিবর্তন করে চলাচল করছে। সড়কে সচিবালয়গামী প্রাইভেটকারের আধিক্য দেখা গেছে। অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসা অ্যাম্বুলেন্সগুলো গুলিস্তান দিয়ে হাইকোর্ট মোড় হয়ে চলাচল করতে দেখা গেছে।
ঠিকানা পরিবহনের সহকারী জাকির হোসেন বলেন, বঙ্গবাজারে আগুন লাগায় আমরা মৎস্য ভবন হয়ে যাচ্ছি। রাস্তায় সকাল থেকেই যানজট লেগেছে। অন্যান্য দিন এসময়ে এত যানজট থাকে না।
Advertisement
আরএসএম/এমএএইচ/জিকেএস