জাতীয়

কিছু মালামাল বাঁচানোর আপ্রাণ চেষ্টা

ভয়াবহ আগুনে জ্বলছে বঙ্গবাজার। এরই মধ্যে বঙ্গমোর্কেট, অ্যানেক্সকো টাওয়ারসহ আশপাশের বেশ কয়েকটি মার্কেটে আগুন ছড়িয়েছে। আগুনের মধ্যেও দোকানের মালামাল পোড়া থেকে বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ী ও তাদের স্বজন-কর্মীরা।

Advertisement

অ্যানেক্স মার্কেটের পাঁচতলা থেকে নিচে মালামাল ছুড়ে ফেলতে দেখা গেছে অনেক দোকানিকে। এর মাধ্যমে নিজের দোকানের মাল পোড়ার হাত থেকে বাচানোর শেষচেষ্টা করছেন তারা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনির হোসেন বলেন, আমার দুই দোকানের সব মাল পুড়ে গেছে। আমার বন্ধু হাসান ভেতর থেকে মালামাল পোড়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। তারও অধিকাংশ মালই পুড়ে গেছে। যে কয়েক পিস বাঁচাতে পারছে, তা হাতেগোনা।

রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগেছে মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সবগুলো বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট সেখানে কাজ করছে। তাদের সহায়তায় একে একে ঘটনাস্থলে আসেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি ও র্যাব সদস্যরা।

Advertisement

ইএআর/এমএইচআর/জেআইএম