জাতীয়

মিরপুরে জনবল সংকটে বন্ধ জন্মনিবন্ধন কার্যক্রম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর অঞ্চল ৪ বা মিরপুর ১০ নম্বর এলাকায় জন্মনিবন্ধন কার্যক্রমে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

Advertisement

সোমবার (৩ এপ্রিল) অভিযানের পর দুদকের জনসংযোগ দপ্তর জানায়, সংস্থাটির প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শ্রান্তি বিনোদন ছুটিতে থাকায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

অভিযানে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমে জনগণকে হয়রানির প্রাথমিক সত্যতা পায় এনফোর্সমেন্ট ইউনিট। তবে যার বিরুদ্ধে অভিযোগ তার পরিচয় জানায়নি এনফোর্সমেন্ট ইউনিট।

আরও জানা যায়, টিম অভিযানকালে জানতে পারে, সহকারী রেজিস্ট্রার থানা হেফাজতে আছেন। তাই লোকবলের অভাবে বর্তমানে জন্মনিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে। আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জনবল চেয়ে চিঠি দিয়েছেন। পরবর্তী সময়ে টিম ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। তারা আগামী রোববারের মধ্যে জনবল সরবরাহ করবেন বলে এনফোর্সমেন্ট টিমকে জানান।

Advertisement

আরও পড়ুন: জন্মনিবন্ধনের দায়িত্ব কাউন্সিলরদের দিতে চায় ডিএনসিসি

দুদক এনফোর্সমেন্ট ইউনিট সোমবার ৫টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেয়। এরমধ্যে ২টি অভিযান ও ৩টি দপ্তরে পত্র প্রেরণ করা হয় বলে জানায় জনসংযোগ দপ্তর।

এসএম/এমএইচআর/জেআইএম

Advertisement