জাতীয়

চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার আসামি রাব্বি গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার আসামি মো. রাব্বিকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Advertisement

সোমবার (৩ এপ্রিল) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

গ্রেফতার রাব্বিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Advertisement

টিটি/এমএএইচ/এএসএম