চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী উদ্যোক্তা। এ ঘটনায় ওই নারী সংবাদ সম্মেলন করায় লোকজন দিয়ে ওসি তাকে হয়রানি করছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।
Advertisement
ওই নারী উদ্যোক্তা বলেন, ওসি আমাকে বিয়ে করবে না, তাই টালবাহানা করছে। গত ২৩ মার্চ ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে ওসি তার লোকজন দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। তার গুণ্ডাবাহিনী আমাকে তুলে নিয়ে যাবে বলছে।
তিনি আরও বলেন, ওসি আমার ওপর যতই অত্যাচার করুক না কেন আমি তাকেই বিয়ে করবো। তাকে ছাড়া কোনোদিন কাউকে বিয়ে করবো না। ওসিকে আমি খুব ভালবাসি।
তবে অভিযোগ অস্বীকার করে সেলিম রেজা বলেন, আমি অনেক দূরে অবস্থান করছি। এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
Advertisement
এদিকে, ওই নারী উদ্যোক্তাকে হয়রানির প্রতিবাদে সোমবার (৩ এপ্রিল) দুপুরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী বাজারে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ওই নারী উদ্যোক্তার সঙ্গে পরকীয়ার জেরে বরখাস্ত হয়েছেন সেলিম রেজা। এ ঘটনাকে ধামাচাপা দিতেই তিনি লোকজন দিয়ে ওই নারীকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এছাড়া তার নামে নানারকম কুৎসা রটাচ্ছেন। তাই এর প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে ওসির কঠোর শাস্তির দাবি করেন তারা।
এর আগে গত ২৩ মার্চ চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে করে সেলিম রেজা চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ওই নারী।
সোহান মাহমুদ/এমআরআর/জেআইএম
Advertisement