আন্তর্জাতিক

ইয়েমেনে নিহত মার্কিন ফটো সাংবাদিক

আল কায়দা জঙ্গিদের হাতে নিহত এক মার্কিন ফটো সাংবাদিক। শনিবার নিহতের বোন এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। যদিও মার্কিন সেনাবাহিনী বা প্রশাসনিক কর্তাদের তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।এফবিআই তাঁকে ও তাঁর পরিবারকে এ কথা জানিয়েছে বলে দাবি করেছেন নিহতের বোন। লুসি সোমার্স বলেন, আমার ৩৩ বছরের দাদা আর নেই। এফবিআই এই খবর আমাদের জানিয়েছে।ইয়েমেনে আল কায়দার স্থানীয় শাখার জঙ্গিরা গত বৃ্স্পতিবার মার্কিন চিত্রসাংবাদিক লুক সোমার্সের একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে হুমকি দেওয়া হয়, আমেরিকা তাদের দাবি না মানলে তারা লুককে আস্ত রাখবে না। গত বছরের সেপ্টেম্বর মাসে লুককে অপহরণ করে জঙ্গিরা।শনিবারই ইয়েমেনে ড্রোন হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। হামলায় নয় আল কায়দা জঙ্গি মারা গিয়েছে বলেও সূত্রে খবর মিলেছে। কিন্তু লুককে বাঁচানো যায়নি। মার্কিন প্রশাসন অবশ্য এখনও ইয়েমেনে হানা বা লুকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছে। তাদের বক্তব্য, লুককে খোঁজার চেষ্টা লাগাতার হয়েছে। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

Advertisement