খেলাধুলা

ফরহাদ রেজা-হাসান মুরাদের দুর্দান্ত বোলিংয়ে জিতলো শাইনপুকুর

খুব বড়সড় কীর্তি না থাকলেও ঘরোয়া ক্রিকেটে তিনি ম্যাচ উইনার। জাতীয় লিগ, বিসিএল, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে অনেক ম্যাচ উইনিং পারফরম্যান্স আছে ফরহাদ রেজার।

Advertisement

গত বিপিএলে নিজেকে মেলে ধরতে পারেননি এ অলরাউন্ডার। তবে আজ (সোমবার) ডিপিএলে স্বরূপে দেখা গেলো ফরহাদ রেজাকে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বল হাতে জ্বলে উঠে শাইনপুকুরের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন ফরহাদ রেজা। এ মিডিয়াম পেসার একা নন, শাইনপুকুরের হয়ে দারুণ বোলিং করেছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। দুজনের বোলিং তোপে শাইনপুকুরের কাছে ধরাশায়ী অগ্রণী ব্যাংক।

ফরহাদ রেজা ৩১ আর হাসান মুরাদ ২৭ রানে ৪টি করে উইকেট দখল করলে মাত্র ১৬১ রানে অলআউট হয়ে যায় অগ্রণী ব্যাংক। ওই সামান্য পুঁজি টপকে জয় তুলে নিতে মোটেই কষ্ট করতে হয়নি শাইনপুকুরকে। ৮ উইকেটের জয়ে মাঠ ছেড়েছে তারা।

Advertisement

ওপেনার মফিজুল ইসলাম (৬৯ অপরাজিত) আর অমিত হাসান (৩৬) ব্যাট হাতে জ্বলে উঠে দলকে ৩২.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন।

এবারের লিগে শাইনপুকুরের দ্বিতীয় জয়ের বিপরীতে অগ্রণী ব্যাংক হারলো চতুর্থবারের মত।

সংক্ষিপ্ত স্কোর অগ্রণী ব্যাংক: ৪৫.৪ ওভারে ১৬১/১০ (আজমির আহমেদ ২৭, আজিম নাজির কাজী ১১, মার্শাল আইয়ুব ২৫, নুরুজ্জামান ৩৮, শরিফুল্লাহ ৩১, আবু হায়দার রনি ১০; ফরহাদ রেজা ৪/৩১, হাসান মুরাদ ৪/২৭, নাবিল সামাদ ১/১৯)।

শাইনপুকুর: ৩২.৫ ওভারে ১৬২/২ (মফিজুল ইসলাম ৬৯ অপরাজিত, জিসান আলম ২০, অমিত হাসান ৩৬, প্রিয়াঙ্ক পাঞ্চাল ২৬)

Advertisement

এআরবি/এমএমআর/জেআইএম