মালয়েশিয়ায় নদীতে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে কেলানতান রাজ্যের কাম্পুং স্টারের তেনাগা ন্যাশনাল বেরহাদ (টিএনবি) জলবিদ্যুৎ প্রকল্প সাইটে কাজ করার সময় নেংগিরি নদীতে পড়ে মো. কাশেম সিকদার (৩৫) মারা যান।
Advertisement
গুয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপার সিক চুন ফু জানান, দুপুরের দিকে এ ঘটনায় নিহত মো. কাশেম সিকদার (৩৫) লোহার পাইপে উঠতে গিয়ে নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
‘ঘটনার সময়, ভুক্তভোগী ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরেছিলেন এবং দুর্ঘটনাটি একজন তত্ত্বাবধায়ক প্রত্যক্ষ করেলেও প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা যায়নি, তবে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নিহতের মরদেহ পাওয়া যায়।’
পুলিশ সুপার বলেন, ঘটনাস্থলের তদন্তে কোনো অপরাধমূলক কিছু পাওয়া যায়নি। নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য গুয়া মুসাং হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
মামলাটি আকস্মিক মৃত্যু হিসাবে দেখানো হয়েছে বলে গুয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপার সিক চুন ফু জানিয়েছেন।
এমআরএম/জিকেএস