দেশজুড়ে

মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো যুবকের

বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হাওলাদার (২৪) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শামীম হাওলাদার উপজেলার বড়াকোঠা গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্র জানায়, শামীম হাওলাদার ও উপজেলার হারতা ইউনিয়নের হারতা গ্রামের খলিল তালুকদারের ছেলে ব্যবসায়ী শাহজালাল তালুকদার (৩৫) মিলে গাববাড়ী গ্রামের রিয়াজ শিকদারের মাছের ঘের কেনেন। বৈদ্যুতিক পাম্পের সাহায্যে সেচ দিয়ে কয়েকদিন ধরে ঘের থেকে তার মাছ ধরছিলেন। অন্যান্য দিনের মতো মাছ ধরার জন্য বৈদ্যুতিক পাম্পে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে যান শামীম হাওলাদার। এসময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি লুটিয়ে পড়েন। শাহাজাহান তালুকদারসহ স্থানীয়রা শামীমকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/জিকেএস

Advertisement