এখন হোয়াটসঅ্যাপে আপনার জরুরি বা ইচ্ছামতো যে কোনো চ্যাট লক করে রাখতে পারবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এলো একটি নতুন ফিচার। ফিচারটির নাম ‘লক চ্যাট’। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রাইভেট চ্যাট লক করে রাখতে পারবেন।
Advertisement
এছাড়াও গোপন রাখতে পারবেন কনট্যাক্ট লিস্টে থাকা ব্যবহারকারীদের থেকে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও কার্যকর হবে এই ফিচার। স্পষ্ট বোঝা যাচ্ছে, নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন নিজেদের চ্যাট সুরক্ষিত এবং গোপন রাখার। হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যবহারকারীদের কে বা কারা আপনার চ্যাট দেখতে পাবেন, কারা পাবেন না সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজে নতুন সুবিধা
ব্যবহারকারীদের সুরক্ষা এবং নিরাপত্তার খাতিরেই এই ফিচার চালু করা হবে। আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে চলছে পরীক্ষা নিরীক্ষা। খুব শিগগির চালু হবে রোল আউট। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর সূত্রে জানা গিয়েছে, যখন কোনো চ্যাট লক করা থাকবে তখন কেবল ব্যবহারকারী পাসকোড এবং ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেই ওই লক হয়ে থাকা চ্যাট খুলতে পারবেন।
Advertisement
তাই যার ফোন তিনি ছাড়া ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের নাগাল পাওয়া বেশ মুশকিল। অন্য কারও হাতে ফোন থাকলেও তিনি যেন আপনার ব্যক্তিগত কোনো তথ্য জেনে না ফেলে তার জন্যই এই নতুন ফিচার লঞ্চ হতে চলেছে। আপাতত এই ফিচারের ডেভেলপমেন্ট চলছে। রিলিজ ডেট এখনো ঘোষণা করা হয়নি।
বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কয়েকশ কোটি গ্রাহক ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে প্রতিনিয়ত আপডেট করছে নিজেকে। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ করে তোলে।
সূত্র: ওয়েবিটাইনফো
কেএসকে/এমএস
Advertisement