চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ২৪ মামলার আসামি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে তাকে সীতাকুণ্ডের মহাদেবপুর থেকে গ্রেফতার করা হয়।
Advertisement
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, মামুনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ২৪টি মামলা রয়েছে।
শুক্রবার রাতে দলবল নিয়ে মহাদেবপুর এলাকায় বিশৃঙ্খলার জন্য অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে মামুন রেজাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইকবাল হোসেন/এমএইচআর
Advertisement