আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০১ এপ্রিল ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

আল-আকসার প্রবেশ পথে ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েলি বাহিনী

আল-আকসা মসজিদের প্রবেশ পথের কাছে ফিলিস্তিনি এক যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানে ১৯৬৫ সালের পর সর্বোচ্চ মূল্যস্ফীতি

Advertisement

পাকিস্তানে পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির। বার্ষিকভিত্তিতে চলতি বছরের মার্চ মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩৫ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। শনিবার (০১ এপ্রিল) পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে।

দুই তরুণীকে নিয়ে বিপজ্জনক বাইক স্টান্ট, ভিডিও ভাইরাল

বাইক স্টান্টের বিপজ্জনক একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে রাস্তার মধ্যে বিপজ্জনক স্টান্ট করতে দেখা যাচ্ছে এক যুবককে।

যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

Advertisement

ভারতের চেন্নাইয়ের আর্ট অ্যাকাডেমির এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ মার্চ) তামিলনাডু রাজ্য নারী কমিশনের সদস্যরা জানান, কলেজের ভেতরে শান্তিপূর্ণভাবে বিচারের জন্য বিক্ষোভ শুরু করে কলা অনুষদের ২০০ জন শিক্ষার্থী।

প্লেনে ক্রুকে উত্ত্যক্ত, সুইডিশ নাগরিক গ্রেফতার

প্লেনে কেবিন ক্রুর সদস্যকে উত্ত্যক্ত করায় মুম্বাইতে ৬৩ বছর বয়সী এক সুইডিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ইন্ডিগোর ফ্লাইটটি ব্যাংকক থেকে মুম্বাই যাচ্ছিল। তবে ওই ব্যক্তি মাতাল ছিলেন। সংবাদমাধ্যম এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

কলকাতা বিমানবন্দরে বসলো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি

এখন থেকে শুধু চেহারা দেখিয়ে বিমানবন্দরে প্রবেশের ছাড়পত্র মিলবে। এই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এলো কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। চেহারার ছবি মিলিয়ে পরিচয় যাচাইয়ের সুবিধা নিয়ে চেক-ইন বা প্রবেশের অধিকার মিলবে বিমানবন্দরটিতে।

চ্যাটজিপিটি নিষিদ্ধ করলো ইতালি

প্রথম পশ্চিমা দেশ হিসেবে জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি নিষিদ্ধ করলো ইতালি। শুক্রবার (৩১ মার্চ) দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই প্রযুক্তিতে সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ থাকায় সেটি নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে ৪৩ টর্নেডোর আঘাত, নিহত ৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিম অঞ্চলে শুক্রবার (৩১ মার্চ) আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, শপিংমল, উপড়ে পড়েছে গাছপালা, উল্টে গেছে গাড়ি। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে হয়েছে বাসিন্দাদের।

হাতকড়া পরে আদালতে যাবেন না ট্রাম্প: আইনজীবী

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হতে পারে আগামী মঙ্গলবার (৪ এপ্রিল)। এর আগেই তিনি ব্যক্তিগত প্লেনে চড়ে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে পৌঁছাবেন, এরপর সেখানকার আদালতে আত্মসমর্পণ করবেন বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির।

স্বামী থাকবে, প্রেমিককেও চাই: দুই বিয়ের দাবিতে থানায় হাজির তরুণী

দুনিয়ায় কত অদ্ভুত ঘটনাই না ঘটে! বিশেষ করে প্রেম-ভালোবাসা, বিয়ে নিয়ে। খবরের পাতায় উঠে আসে একের পর এক আজব খবর। কখনো বর কনের বোনের মাথায় সিঁদুর পরিয়ে দেন, কখনো বিয়ের আসর থেকে কনে পালিয়ে যান পুরোনো প্রেমিকের সঙ্গে। সম্প্রতি এমন আরেকটি আজব ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এমএসএম/জেআইএম