গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক নারী বন্দির মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। তার নাম নাজমা বেগম (৪৮)।
Advertisement
নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়ার সোহাতা বৈয়াবাড়ী এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে ও মোশারফ হোসেনের স্ত্রী। তিনি ঢাকার লালবাগ থানার একটি মামলার আসামি হিসেবে ওই কারাগারে বন্দি ছিলেন।
কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান নারী বন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাজমা বেগম সকাল সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
Advertisement
আমিনুল ইসলাম/এসআর/জেআইএম