প্রবাস

বেলজিয়ামে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বেলজিয়াম শাখা বাংলাদেশ জাতীয়তাবাদ দলের (বিএনপি) পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) রাজধানী ব্রাসেলসের একটি রেস্টুরেন্টে ইফতার ও মাহফিল অনুষ্ঠানে অনুমোদন দেওয়া হয়।

Advertisement

এ সময় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় বিএনপির ইফতার পার্টি। দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় জানানো হয়, বেলজিয়াম বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাইদুর রহমান লিটনকে সভাপতি ও দ্বিতীয় বারের মতো ইকবাল হোসেন বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ কমিটি বেলজিয়াম বিএনপির শাখা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এ সময় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু বলেন, এই কমিটি বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ইউরোপে কাজ করে যাবে।

Advertisement

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন- আবুল হাসনাত, সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আক্কাস, আবদুল বাতেন মার্টিন, তসুমিয়া, নুরনবী চৌধুরী, ভূঁইয়া আবু সাঈদ।

যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- হাবিবুল হাসান ভুঁইয়া সোহাগ, হারুন অর রশিদ, মাহমুদুল হাসান (মম), কাজী আমজাদুল হক দিপু।

সহ-সাংগঠনিক হিসেবে রয়েছেন- জসিম উদ্দিন, মোস্তাক আহমেদ খান, এম এ এইচ স্বপন ও আবু ইউসুফ। দপ্তর সম্পাদক কামাল হোসেন ছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন- সানোয়ার আলী সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ সেলিম রিপন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মীর জসিম।

Advertisement

এমআরএম/এএসএম