সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের মাটি খোঁড়ার সময় একটি বিষ্ণুমূর্তির অর্ধেক অংশ পাওয়া গেছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে মূর্তির সন্ধান পায় শ্রমিকরা।
Advertisement
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাটি খুঁড়তে গিয়ে মূর্তিটির সন্ধান পান শ্রমিকরা। পরে পুকুরের মালিক সেটি আমাদের কাছে হস্তান্তর করেন। মূর্তিটি বেলে মাটির, নাকি কষ্টি পাথরের সেটা প্রত্নতত্ত্ববিদরা পরীক্ষার পর বলতে পারবেন।
পুকুরের মালিক জয়নাল আবেদীন বলেন, পুরাতন পুকুরের পাড় বাধার জন্য কয়েকজন শ্রমিক সকালে কাজ শুরু করে। মাটি কাটার এক পর্যায়ে তারা দেখতে পায় মূর্তি। পরে খবরটি ছড়িয়ে পড়লে গ্রামের সবাই সেটি দেখতে আমার বাড়িতে জড়ো হয়। পরে থানায় খবর দিয়ে মূর্তিটি পুলিশের কাছে জমা দিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিম বলেন, মূর্তিটি পুলিশ হেফাজতে রয়েছে। সেখান থেকে পরে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
Advertisement
এম এ মালেক/আরএইচ/এএসএম