সাহিত্য

অগোচরে এবং অন্য কবিতা

জান্নাতুল নাঈম

Advertisement

অগোচরে

গল্পের মতো আমি তোমাকে সাজাইবাক্যের মতোই কখনো কখনো থামাইতোমাকে গল্পের মতো শেষ করতে চাইতুমি অগোচরে গানের কথামালা হয়ে যাওআমি গানের সুরে সুরে তালে তালে তোমাতেই হারাই।

উপন্যাসের একটি কাহিনির মতোই তোমায় থামাতে চাইতুমি রোজ সেই কাহিনিতে আরও আসোতাই তো উপন্যাস কবিতা হয়ে ওঠেতুমি কবিতার মতো থামতেই চাও নাআমি কবির মতোই তোমাকে নিয়ে কবিতা রটাই।

Advertisement

তোমাকে ভুলতে গিয়ে যত দূরে যেতে চাইতুমি তত আমার সম্মুখে এসে দাঁড়াও।

****

নিদারুণ

এ কী নিদারুণ যাতনা তুমি ছড়িয়ে দিলে!তোমায় ডাকতে গেলেই কণ্ঠ থেমে আসেতোমায় লিখতে গেলে হাত কেঁপে ওঠেতোমার চোখে তাকাতে গিয়ে পথিকের মতো হারিয়ে যাইভালোবাসি বলতে গিয়ে অধিকারহীনতায় ডুবে যাইযতই কাছে পেতে চাই,তত দূরত্বের বেড়াজাল চারপাশ ছেয়ে যায়।

Advertisement

এ কী প্রত্যাশাহীনতায় ডুবিয়ে দিলেসাঁতরে উঠে তোমার সীমানায় যেতে ভয় হয়তোমায় ভুলে যেতে গিয়ে আরও বেশি মনে পড়ে যায়নীরবতায় ডুবতে গিয়ে তুমি ভেসে ওঠোতুমি আমার না হয়েও আমার গল্পে থেকে যাওযত দূরে যাই-ততই কথার অন্তরালের স্মৃতিরা আমার ডাকে।

****

ভালোবাসায় নেই

যেদিন থেকে তোমায় পাবো না জেনেছিসেদিন থেকে আমার আমিকেই ভালোবাসতে শিখেছিমুগ্ধ নয়নে দূরের পথে চেয়ে থাকা ভুলেছিসারা দিনমান তোমায় সামনে পেয়েও দুঃখ পেতে ভুলেছিশহরে আকস্মিক তোমায় দেখে পুরোনো কথায় ডুবতে ভুলেছিএখন নিজেকে শুধু ভালোবাসতে জেনেছি।

যেদিন থেকে তোমার হবো না জেনেছিসেদিন থেকে নিজের সাথেই কথা বলা শিখেছিতুমি আমাকে ভালোবাসো, প্রত্যাশাদের ভাসিয়েছিবিমুগ্ধতায় তোমার ছবি পানে তাকাতে ভুলেছিসারাদিন তোমায় কাছে পেয়েও বিস্মৃতির অতলে ডুবেছিএখন শুধু আমার আমিকে ভালোবাসতে শিখেছি।

প্রিয় সুহৃদ, তোমার মতো থেকোআমি আর ভালোবাসায় নেই।

এসইউ/জিকেএস