আন্তর্জাতিক

বিশ্বে আরও ৪১১ জনের মৃত্যু, শনাক্ত ৬১ হাজার

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ১২১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ৩৩৪ জন।

Advertisement

আর শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৬০১ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬৭ লাখ ১৩ হাজার ৮২০ জন।

আরও পড়ুন: যে ১০ দেশে আজও পৌঁছায়নি করোনা, আক্রান্ত হননি কেউই!

শুক্রবার (৩১ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

Advertisement

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর সংক্রমণের তালিকার প্রথমে রয়েছে দক্ষিণ কোরিয়া।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১৭ জন। প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৫৪ হাজার ৮৯৪ জন মারা গেছেন। আর করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১০ কোটি ৬২ লাখ ৬ হাজার ৫৭ জন।

আরও পড়ুন: করোনা টিকা নেওয়ার পর ডায়াবেটিস রোগীরা যা মেনে চলবেন

অন্যদিকে দৈনিক সংক্রমণের তালিকার ওপরে থাকা দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে ১০ জনের। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৯ জনে।

Advertisement

এরপর দৈনিক সংক্রমণের তালিকায় রয়েছে, রাশিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জাপান, জার্মানি, চিলি, অস্ট্রেলিয়া, পোল্যান্ড।

আর গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পর মৃত্যুর তালিকায় রয়েছে, জার্মানি ১১২ জন, মেক্সিকো ৪১, জাপান ৪০, পোল্যান্ড ৩৪ এবং রাশিয়ায় ৩২ জনের মৃত্যু হয়েছে।

জেডএইচ/জিকেএস