জাতীয়

বসন্তের সকালেও শীতের উঁকি

ঋতুর আবর্তনে এসেছে বসন্ত। ফাল্গুন মাসের আজ ২২ তারিখ। অথচ রাজধানীতে শনিবার সকালটা শুরু হল কুয়াশা দিয়ে। শীতল পরশ বলে দিল বসন্তেও উঁকি দিচ্ছে শীত। এদিন সকাল বেলা দেখা যায়- রাজধানীর কারওয়ান বাজার, ধানমন্ডি এলাকায় কুয়াশা নেই, ঠিক যেন স্বাভাবিক সকাল। অথচ হাতিরঝিলেই দেখা মেলে এর ভিন্ন চিত্র। হাতিরঝিলের মগবাজার প্রান্তটায় কোনো কুয়াশা নেই। অপরদিকে বাড্ডা এলাকা কুয়াশায় আচ্ছন্ন। এ এলাকা পূর্বাচল সড়ক, কুড়িল ফ্লাইওভার ও উত্তরাসহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা গেছে। সকাল হলেও গাড়িগুলোকে চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। তবে কুয়াশা থাকলেও শীত ছিল না।আবহাওয়া অধিদফতর জানায়, বাতাসে অতিরিক্ত ধূলিকনা জমে যাওয়ার কারণে কুয়াশা বেড়েছে। যদিও পরিবেশবিদরা বলেন, দূষিত নগরীতে এরকমটা হয়েই থাকে। এরকম নগরীতে কোনোদিকে বৃষ্টি আবার কোনোদিকে রোদ। কোথাও কুয়াশা আবার কোথাও আবহাওয়া স্বাভাবিক, এমন বৈচিত্রের দেখা মেলে।এসএইচএস/এমএস

Advertisement