ধর্ম

তাহসিনুল ইসলামের হৃদয়গ্রাহী নাতে রাসুল ‘যাবো মদীনাতে’

মাহমুদুল হক জালীস

Advertisement

ইসলামি সংগীতের উদীয়মান ও জনপ্রিয় কিশোরশিল্পী তাহসিনুল ইসলামের কণ্ঠে প্রকাশিত হয়েছে 'যাবো মদীনাতে' শিরোনামে একটি হৃদয়গ্রাহী নাতে রাসুল। নাশিদ প্রকাশের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হলিটিউন ইউটিউব চ্যানেলে নাতে রাসুলটি প্রকাশিত হয়েছে আজ।

নাতে রাসুলটি লিখেছেন এবং সুর করেছেন সব্যসাচী গীতিকার ও সুরকার আহমদ আবদুল্লাহ। অডিও সাউন্ড ডিজাইন করেছেন তানজিম রেজা। দীর্ঘ সময় নিয়ে ও ব্যয়বহুল বাজেটে নাতটির ভিডিও ধারণ করেছেন ভিডিও ডিরেক্টর এইচ আল হাদী।

নাতটিতে কণ্ঠ দেওয়া তাহসিনুল ইসলাম তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, এই নাশিদটির পেছনে অনেক কষ্ট পরিশ্রম করতে হয়েছে। আমার নাশিদ জীবনের সব থেকে ব্যয়বহুল নাশিদও এটি। আমি আমার মনের কথামালা দিয়েই নবীপ্রেমের আবহে এই নাশিদটি গেয়েছি। মহান আল্লাহ তায়ালার কাছে যে বিষয়গুলো আমি চাই সব সময় সেগুলোর ওপর ভিত্তি করেই যেন লেখা হয়েছে নাশিদটি। আমি এই নাশিদের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আশা করছি দর্শকরা ব্যাপকভাবে নাশিদটি গ্রহণ করবেন।

Advertisement

তাহসিনুল ইসলাম জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় কিশোর শিল্পী। তার কণ্ঠে এ পর্যন্ত পঞ্চাশোর্ধ ইসলামি সংগীত প্রকাশিত হয়েছে। যার মধ্যে হামদ, নাত এবং বিভিন্ন বিষয়ের ওপর গাওয়া সংগীত রয়েছে। তার কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অসংখ্য নাশিদও আছে। সংগীতপ্রেমীদের মধ্যে তাহসিনুল ইসলামের জনপ্রিয়তাও বেশ।

তাহসিনুল ইসলাম ২০১৩ সালে সাত বছর বয়সে শিশুশিল্পী হিসেবে কলরবে যোগ দেন এবং বিগত দশ বছর ধরে ইসলামি সংগীত নিয়ে কাজ করছেন। তাহসিনের জন্ম কুড়িগ্রাম জেলার চিলমারি থানায়। তাহসিনুল ইসলাম অল্প বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন এবং বর্তমানে জেনারেল ধারায় পড়াশোনা করছেন।

এমএমএস/জেআইএম

Advertisement