জাতীয়

অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তনে ভালো সাড়া পাচ্ছে বিমান

যাত্রীদের সুবিধার্থে এবং যাত্রীসেবার মানোন্নয়নে অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তন সেবা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের যেসব যাত্রী অনলাইনের (বিমান ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস) মাধ্যমে টিকেট কাটবেন তারা অনলাইনেই ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন।

Advertisement

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তন সেবা চালুর ক্ষেত্রে যাত্রীদের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। এমন সেবা পেয়ে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করছেন।

গত ১৯ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সেবা চালু করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানায়, যাত্রীরা টিকিট ক্রয়ের সময়ে ব্যবহৃত সংশ্লিষ্ট কার্ড অথবা সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে নির্ধারিত ফি দিয়ে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। বিমানের ওয়েবসাইটে বুক ফ্লাইট অপশনের মধ্যে ম্যানেজ মাই ট্রিপ অপশনে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহজেই ভ্রমণের তারিখ পরিবর্তন করা যাবে।

Advertisement

এমএমএ/কেএসআর/জেআইএম